আমুদরিয়া নিউজ: দেশের বর্তমান পরিস্থিতি দেখে বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং। ৯ মে আবু ধাবির অনুষ্ঠান আপাতত বাতিল করলেন তিনি। অরিজিতের সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আবু ধাবির অনুষ্ঠান ৯ মে হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ভেবেছি আমরা। ধৈর্য রাখার জন্য ও পরিস্থিতি বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।” জানা যাচ্ছে ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ওই টিকিটেই পরবর্তী দিনক্ষণে অনুষ্ঠান দেখা যাবে।। অথবা শ্রোতারা চাইলে টিকিট বাতিল করে টাকা ফেরত পেতে পারেন। পহেলগাঁওয়ের জঙ্গিহানায় নিহত পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে গত ২৭ এপ্রিলের চেন্নাইয়ের অনুষ্ঠান বাতিল করেন অরিজিৎ।
