আমুদরিয়া নিউজ: ভারতীয় ক্রিকেট দলের নয়া জার্সি স্পনসর হচ্ছে অ্যাপোলো টায়ার্স। মঙ্গলবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এক সিনিয়র বিসিসিআই আধিকারিক বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৭ সাল পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি হয়েছে বোর্ডের। এই সময়কালের মধ্যে ভারতীয় দলের ১৩০টি ম্যাচ থাকবে। আগের স্পনসর ‘ড্রিম ১১’ প্রতি ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৪ কোটি টাকা করে দিত। জানা গিয়েছে, ‘অ্যাপোলো টায়ার্স’ প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা করে দেবে। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি হলেও কবে থেকে সেই চুক্তি শুরু হচ্ছে তা অবশ্য এখনও জানা যায়নি।