আমুদরিয়া নিউজ: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সোমবার ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। আর কোহলির অবসরের পর মুখ খুলেছেন অনুষ্কা। কোহলিকে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে একটি ছবি দিয়েছেন অনুষ্কা। সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেট মাঠে হাসিমুখে তাঁরা দু’জন। কোহলি টেস্ট জার্সি পরে রয়েছেন। অনুষ্কা লেখেন, “ওরা রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল, যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সব লড়াই, যা কেউ দেখেনি। মনে রাখব এই ফরম্যাটকে কতটা ভালবাসা তুমি দিয়েছ। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজ়ের পরে তুমি ফিরে এসেছ আরও পরিণত, আরও নম্র হয়ে। এই সময়ে তোমার পরিবর্তনের সাক্ষী থেকেছি।”
তিনি আরও লেখেন, “আমার মন সবসময়ই ভেবেছে তুমি হয়তো একদিন সাদা জার্সি পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবে। কিন্তু তুমি তো চিরকাল নিজের মনকে অনুসরণ করেছো। তাই শুধু এটুকুই বলব— এই বিদায়, এ ধরনের বিদায়-অভিবাদন তোমার একশো ভাগ প্রাপ্য ছিল।” সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। তার পরপরই অবসর ঘোষণা করলেন বিরাটও।