আমুদরিয়া নিউজ: ‘ভোটচুরি’ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, পরিকল্পনামাফিক নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, কোথাও আবার অবৈধ ভাবে ভোটারদের নাম ঢোকানো হচ্ছে। যদিও কংগ্রেস নেতার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার কমিশনের সুরে বিজেপিও বিঁধল বিরোধী দলনেতাকে। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর দাবি করলেন, রাহুল যে সব দাবি করলেন, সবটাই ভিত্তিহীন। কোনও প্রমাণ ছাড়া নাটক করছেন। রাহুল আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন। তাঁর প্রশ্ন, “৬ হাজারের বেশি ভোট মুছে দেওয়ার যে অভিযোগ রাহুল করছেন, সেগুলি ডিলিট হয়েছে কী? হলে সেটার প্রমাণ কই। রাহুল বারবার শুধু অভিযোগ করছেন, কোনও প্রমাণ দিচ্ছেন না। নিজের অভিযোগ কমিশনে হলফনামা আকারেও দিচ্ছেন না। প্রমাণ যদি থেকে থাকে তাহলে আদালতেই বা যাচ্ছেন না কেন?”
