আমুদরিয়া নিউজ : ২৪ নভেম্বর, সোমবার ভোরে ৩টে নাগাদ সৌরাষ্ট্রে ভূমিকম্পে কেঁপে ওঠে গুজরাত। আইএমডি সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৩.০। কম্পনস্থল তালালা। তবে কোনও ক্ষতির খবর নেই। গুজরাতের বেশ কিছু এলাকা ভূমিকম্পপ্রবণ। ২০০১ সালে ভূজে ভূমিকম্পে কয়েক হাজার মানু,ের মৃত্যু হয়। তার পর থেকে ওই এলাকায় হালকা মৃদু ভূকম্পন মাঝেমধ্যেই হয়েছে। ফলে, এলাকায় আতঙ্ক রয়েছে। তাই এদিন সকালে কম্পন টের পেতেই ঘুমচোখে এলাকাবাসী বাইরে বেরিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন।