আমুদরিয়া নিউজ: অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরে আইনি জটিলতায় অভিনেতা অঙ্কুশ। সূত্রের খবর টলিউড অভিনেতাকে সমন পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কপিল শর্মা, বিজয় দেবরাকোন্ডা-সহ একাধিক তারকা এবং ইনফ্লুয়েন্সর। কর্নাটকের গেমিং ও বেটিং অ্যাপ ওই মামলাতেই সমন পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ১৬ সেপ্টেম্বর কর্নাটকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, ওই অ্যাপগুলির হয়ে প্রচার করে তাঁরা মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন। এই হাজিরার বিষয়ে অঙ্কুশের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
