আমুদরিয়া নিউজ: প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই়ডি)-এর দফতরে হাজিরা দিলেন অনিল। সকাল ১১টা নাগাদ ইডির অফিসে প্রবেশ করেন তিনি। সূত্রের খবর, এই ঋণ জালিয়াতির মামলায় মঙ্গলবার তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। অনিলের সংস্থাগুলির বিরুদ্ধে মোট ১৭,০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তার মধ্যে ৩০০০ কোটি টাকার ঋণ ইয়েস ব্যাঙ্কের। সেই অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই তাঁর ৫০টি সংস্থায় তল্লাশি চালায় ইডি। এমনকী তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
