আমুদরিয়া নিউজ : বিয়ের দিনই এতো রাগারাগি। পরে গিয়ে তো দাঁ কুড়োল নিয়ে লড়াই হবে। সম্প্রতি এক বিয়ের ভিডিওতে চরম অসন্তোষের ছবি ধরা পড়ল। বিয়েতে দেখা গেল বর বউ দুজন দুজনকে মালা পড়াচ্ছেন। বউ মালা নিয়ে বেশ বরের গলায় ঝুলিয়ে দিলেন। তবে বরের একটু যেন ছন্নছাড়া ভাব। তিনি মালা নিয়ে বউয়ের গলায় পড়ালেন ঠিকই। কিন্তু মালা বউয়ের গলায় এলোমেলোভাবে জড়িয়ে গেল। বউ ততক্ষণাত নিজের গলা থেকে মালা খুলে ফেলে দিলেন। এরপর বর যা করলেন তা আরও চমক দেওয়ার মতো। নিজের গলা থেকে মালা মায় টোপরও খুলে ফেলে দিলেন। আশপাশের লোকজন দেখে হতবাক। ভিডিও দেখে নেটিজেনরা মনে করছেন, ঝগড়া দিয়েই যে বিয়ের সূত্রপাত তা তো পরে গিয়ে আরও গোল বাধাঁবে।
