আমুদরিয়া নিউজ : জন্মদিনের আমন্ত্রণ পেলে এখন ভাল করে আমন্ত্রণপত্র পড়বেন। কারণ, আমেরিকায় একজন মহিলা তাঁর মেয়ের ১৬ বছরের জন্মদিনে যাঁদের আমন্ত্রণ করেছেন, তাঁদের এন্ট্রি ফি দিতে হবে বলে জানিয়েছেন। মাথা পিছু ভারতীয় টাকায় প্রায় ৬০ হাজার টাকা দিতে হবে। সঙ্গে অতিরিক্ত অতিথি আনলে আরও ৩০ হাজার টাকা। সেই কার্ড সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, মহিলা ধারদেনা করে বাড়ি কিনেছেন।
সেই ধার শোধ করতেই এমন পরিকল্পনা। তবে নেট দুনিয়ায় তা নিয়ে সমালোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন, আমন্ত্রণ পেয়ে এন্ট্রি ফি দিয়ে যাঁরা যাবেন তাঁদের মাথা খারাপ।
 
					 
			 
		 
		 
		 
		