আমুদরিয়া নিউজ: মাদার ডেয়ারির পর দেশ জুড়ে বাড়ল আমুল দুধের দাম। বুধবার, ৩০ এপ্রিল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) আমুল দুধের দাম লিটারে দু’টাকা বাড়িয়েছে। বর্ধিত দাম ১ মে, বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। গত বছরের জুনে শেষ বার বেড়েছিল আমুল দুধের দাম। আমুল বাফেলো মিল্কের দাম লিটারে ৭৩ টাকায় পৌঁছে গিয়েছে। গোল্ড, টি স্পেশাল এবং শক্তি মিল্কের নতুন দাম দাঁড়িয়েছে লিটারে ৬৭ টাকা, ৬৩ টাকা এবং ৬২ টাকা।
এছাড়াও আমুল তাজা দুধের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৫টাকা/লিটার। এ ছাড়া হাফ লিটারের গরুর দুধ বা কাউ মিল্কের দাম ২৮ থেকে বেড়ে হয়েছে ২৯ টাকা। দাম বৃদ্ধির কারণ হিসেবে সংস্হার ব্যাখ্যা দুধ উৎপাদনের কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৭ এপ্রিলই দুধের দাম লিটারে দু’টাকা করে বৃদ্ধি করে মাদার ডেয়ারি। বুধবার থেকে নতুন দর কার্যকর করে ওই সংস্থা।