আমুদরিয়া নিউজ: মার্কিন ভিসা পেতে এবার ভারতীয়দের গুনতে হবে বাড়তি টাকা। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ‘বিগ বিউটিফুল বিল’ সই করেছেন। সেই আইনের মাধ্যমে মার্কিন ভিসায় এবার ‘ইন্টিগ্রিটি ফি’ যুক্ত করেছে মার্কিন প্রশাসন। যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি ২৫০ মার্কিন ডলার। ২০২৬ সাল থেকে কার্যকর হয়ে যাবে নয়া এই নীতি। এত দিন আমেরিকায় ঘুরতে বা কাজে গেলে ভিসার খরচ মাথাপিছু ১৬ হাজার টাকার মধ্যে হয়ে যেত। ২০২৬ সাল থেকে সেই খরচ প্রায় ৪০ হাজার টাকার মতো হবে। যারা সাময়িকভাবে আমেরিকায় যাচ্ছেন তাঁদের জন্য প্রযোজ্য হবে এই ‘ইন্টিগ্রিটি ফি’। অর্থাৎ, পর্যটন, ব্যবসা, পড়াশুনো ও কর্মসূত্রে যারা আমেরিকা আসবেন তাঁদের জন্য এই নিয়ম লাগু হবে। যদিও কূটনৈতিক ভিসার জন্য এই খরচ লাগবে না। পাশাপাশি আরও জানা যাচ্ছে এই ‘ইন্টিগ্রিটি ফি’ কিন্তু স্থির নয়। প্রতি বছর মূল্যবৃদ্ধি অনুযায়ী বাড়বে বা কমবে।
