আমুদরিয়া নিউজ : কলেজ চত্বরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিযে উত্তাল হযে উঠেছে পাকিস্তানের লাহোর। পাক সংবাদ মাধ্যমের খবর অনুসারে, গত ১৩ অক্টোবর ধর্ষণের অভিযোগ সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়ায়। ছাত্রীটি বা তাঁর বাড়ির কেউ লিখিত অভিযোগ করেননি। কিন্তু, সোশাল মিডিয়ায় জোট বেঁধে পড়ুয়ারা লাহোরের কলেজের সামনে গিয়ে অধ্যক্ষকে গ্রেফতারের দাবি তোলেন। পুলিশ তদন্তে নেমে কলেজের এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে। ধর্ষণের অভিযোগ তারই দিকে। তাতেও পড়ুয়ারা শান্ত হননি। তাঁরা দাবি করেন, কলেজের অধ্যক্ষের মদতে সব হয়েছে, এবং সিসি টিভি ফুটেজ নষ্ট করা হয়েছে।
এ যেন আর জি কর কাণ্ডের ছায়া!
এর পরেই পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। বহু পড়ুয়া জখম হন। পুলিশও আহত হয়েছে। এক পড়ুয়া আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। সোমবারও পাকিস্তানের নানা এলাকায় ছাত্র বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করে বলেছেন, লিখিত অভিযোগ না হলেও তদন্তে দোষী প্রমাণ হলে কাউকে ছাড়া হবে না। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, আন্দোলনরত পড়ুয়াদের উপরে লাঠি চালানো যাবে না।