আমুদরিয়া নিউজ : মধ্যপ্রদেশ সরকারের আর্থিক সহায়তায় গরুর উপাদান ব্যবহার করে ক্যানসারের চিকিৎসা নিয়ে শুরু হওয়া গবেষণা প্রকল্প ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ২০১১ সালে জব্বলপুরের নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পঞ্চগব্য, গোবর, গো-মূত্র ও দুগ্ধজাত উপাদান দিয়ে গুরুতর রোগের চিকিৎসা নিয়ে এই গবেষণা শুরু হয়। প্রকল্পের জন্য রাজ্য সরকার ৩ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। সম্প্রতি একটি লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন তদন্ত শুরু করে। অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে গঠিত তদন্তকারী দল জানিয়েছে, ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে গোবর ও কাঁচামাল কেনার নামে প্রায় ১ কোটি ৯২ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে, যা বাজারদরের তুলনায় অনেক বেশি। অনুমোদন ছাড়া গাড়ি কেনা, অপ্রয়োজনীয় বিমানযাত্রা ও আসবাবপত্র কেনার বিষয়ও রিপোর্টে উঠে এসেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে। রিপোর্ট এখন ডিভিশনাল কমিশনারের কাছে পাঠানো হবে, এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।