আমুদরিয়া নিউজ : তিনি ক্রিকেট পাগল হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশের ম্যাচ কোথাও হলেই সেখানে যান। তাঁর নাম টাইগার রবি। বাংলাদেশের সুপার ফ্যান হিসেবে পরিচিত সেই টাইগার রবি কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট দেখতে গিয়ে হেনস্থার মুখে পড়েন বলে অভিযোগ। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে, তাঁকে স্টেডিয়াম থেকে বার করে নিয়ে যাচ্ছে পুলিশ। টাইগার রবির অভিযোগ, তাঁর পাঁজরে আঘাত লেগেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। রবির চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। ঘটনায় যুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে এক পুলিশ কর্তা জানিয়েছেন।