আমুদরিয়া নিউজ : বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে দিল্লিতে বিধিনিষেধ জারি করল প্রশাসন। নতুন নিয়মে শহরে ডিজেলচালিত পুরনো ট্রাকের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। সব ধরণের নির্মাণ কাজ স্থগিত রাখা হয়েছে। কয়েকদিন দিল্লির বায়ুর গুণমান সূচক (AQI) ৪৫০ ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের সর্বোচ্চ ধাপ, স্টেজ–৪ কার্যকর করেছে। স্কুলেও হাইব্রিড পদ্ধতিতে পড়াশোনা চলবে। সরকারি দপ্তরগুলিতে ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন। নির্মাণ কাজ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।