আমুদরিয়া নিউজ: পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই শুক্রবার আফগানদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আফগানদের পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার হুমকি দিলেন তিনি। সমাজ মাধ্যমে আসিফ লেখেন, “যে সব আফগানরা পাকিস্তানে বসবাস করছেন, তাদের এখন ফিরে যাওয়া উচিত নিজেদের দেশে, কারণ কাবুলে এখন তাদের নিজের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ভূমি ও সম্পদ ২৫ কোটি পাকিস্তানির। সেখানে আর কারও অধিকার নেই।” পাক প্রতিরক্ষামন্ত্রী আরও লেখেন, “পাকিস্তান কাবুলের সঙ্গে আগের মতো সম্পর্ক আর রাখতে পারবে না।” গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। তার পরেই রাতে পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ। তাতে মৃত্যু ঘটেছে ৩ ক্রিকেটার-সহ অন্তত ৮ জনের।
