আমুদরিয়া নিউজ: সম্প্রতি দুর্নীতি রুখতে এবং সরকারি কাজকে আরও স্বচ্ছ করতে এআই মন্ত্রী নিয়োগ করে আলবেনিয়া সরকার। সেই এআই মন্ত্রী ডিয়েলা একসঙ্গে ৮৩ সন্তানের জন্ম দিতে চলেছেন! রবিবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এই কথা জানিয়েছেন। তাঁর আরও বক্তব্য, ওই ৮৩ মায়ের মতোই সরকারের হয়ে কাজ করবে। তাঁর মন্তব্যে গোড়ায় চমকে যান সকলেই। পরে এদি ব্যাখ্যা করেন, তিনি ‘AI সহযোগী’দের কথা বলছেন- অর্থাৎ ডিয়েলার তৈরি ৮৩টি ভার্চুয়াল সহকারী (সন্তান), যারা প্রতিটি জনপ্রতিনিধির সহযোগী হিসেবে কাজ করবে। ২০২৬ সালের শেষের দিকে ডিয়েলার এই ৮৩টি ‘AI সন্তান’ সরকারি কাজে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশাবাদী, এদের মাধ্যমে সরকারি কাজ আরও দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন হবে।