আমুদরিয়া নিউজ: বিচার ব্যবস্থাকে অপমান করার অভিযোগে আইনি নোটিস পেলেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি। তাদের আসন্ন ছবি ‘জলি এলএলবি ৩’-কে ঘিরে সমস্যার সূত্রপাত। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার। আর তারপরেই ওয়াজেদ রহিম খান নামে এক আইনজীবী তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, ছবিতে এমন কিছু বিষয় দেখানো হয়েছে যা দেশের বিচারব্যবস্থাকে অপমান করে। আদালতের কাজের ধরন নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। এক দৃশ্যে বিচারককেকে ‘মামা’ বলে ডাকা হচ্ছে। এই শব্দ নিয়ে আপত্তি জানিয়েছেন আইনজীবী। যার জেরে দুই তারকাকে সমন করেছে আদালত। শুধু অক্ষয় ও আরশাদ নয়। ছবির পরিচালক সুভাষ কপূরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন রহিম। আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় দুই অভিনেতা ও পরিচালককে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।