আমুদরিয়া নিউজ: অভিনেত্রীর বিনা অনুমতিতে ছবি-কণ্ঠস্বরের ব্যবহার। আইনি সহায়তা চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। অনলাইনে তাঁর ছবি ব্যবহার করে, কখনও বিকৃত করে বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ নায়িকার। অভিনেত্রীর নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, অভিনেত্রীর কণ্ঠস্বরও বিকৃত করে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। আদালতে তাঁর বক্তব্য শুনেছেন বিচারপতি তেজস কারিয়া। এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, তা নিশ্চিত করতে অভিনেত্রীকে আশ্বাস দিয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি।