আমুদরিয়া নিউজ: ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করেছে পাকিস্তান। তার জেরে এয়ার ইন্ডিয়ার অন্তত ৫ হাজার কোটি টাকার বেশি লোকসান হতে পারে বলে আশঙ্কা সংস্হার! সূত্রের খবর, টানা একবছর যদি পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকে ভারতীয় বিমানের জন্য, তাহলে বিপুল ক্ষতি হবে এয়ার ইন্ডিয়ার। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী এক বছর পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে ক্ষতির অঙ্ক ৬০ কোটি ডলার (প্রায় ৫০৫১ কোটি টাকা) ছুঁতে পারে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব।
আকাশসীমা বন্ধ থাকায় ভারতের আন্তর্জাতিক বিমানের বিকল্প পথে যাতায়াত ছাড়া উপায় থাকছে না। সেই কারণেই প্রত্যেক আন্তর্জাতিক উড়ানে অতিরিক্ত দেড় ঘণ্টা সময় লাগছে। উড়ানের খরচও বাড়ছে লাফিয়ে। বিশেষজ্ঞদের বক্তব্য, দুই দেশের দ্বন্দ্ব অব্যাহত থাকলে বাধ্য হয়ে আন্তর্জাতিক বিমানের ভাড়া বাড়াবে উড়ান সংস্থাগুলি।