আমুদরিয়া নিউজ : এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান AI887, সোমবার ২২ ডিসেম্বর দিল্লি থেকে ওড়ার কিছু সময়ের মধ্যে ডানদিকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ইঞ্জিনে তেলের চাপ কমে যাওয়ার কারণে পাইলটরা নিরাপত্তার জন্য বিমানটি ফেরত নিয়ে আসার সিদ্ধান্ত নেন। বিমানটি প্রায় ৩৩৫ জন যাত্রী ও বিমান সদস্য নিয়ে উড়ছিল। পাইলটরা পরিস্থিতি বুঝে দক্ষতার সঙ্গে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। বিমানের যাত্রী ও সদস্যরা সবাই সুস্থ আছেন। এয়ার ইন্ডিয়া জানায়, বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিমানটির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা করা হবে। বিমান সংস্থাটি এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং জানিয়েছে তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।