আমুদরিয়া নিউজ : সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বৃহস্পতিবার সকালে প্রযুক্তিগত ত্রুটির কারণে দিল্লিতে ফিরে আসে। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমানটিতে প্রায় ১৯০ জন যাত্রী ছিলেন। সূত্রের খবর, উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানে অগ্নিসংকেত ধরা পড়ে। নিরাপত্তার স্বার্থে পাইলট দ্রুত দিল্লিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। প্রায় এক ঘণ্টা আকাশে থাকার পর বিমানটি নিরাপদে অবতরণ করে। কোনও যাত্রী বা বিমান সদস্য আহত হননি। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, যাত্রীদের সবরকম সহায়তা দেওয়া হয় এবং বিকল্প বিমানে তাঁদের সিঙ্গাপুরে পাঠানো হয়। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।