আমুদরিয়া নিউজ: বক্স অফিসে বাজিমাত করছে ‘সাইয়ারা’। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই রোম্যান্টিক ড্রামা এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ ব্যবসা করা ছবির তালিকায় ২৬ স্থানে রয়েছে। এখনও অবধি ‘সাইয়ারা’-এর বক্স অফিস কালেকশন ২৬৬ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৪০৪ কোটি টাকা। যা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে আমির-শাহরুখ বা অজয় দেবগণের হিট ছবির ব্যবসাকেও। শাহরুখের ছবি ‘ডাঙ্কি’ বক্স অফিসে ব্যবসা করেছিল ২২৭ কোটি। অজয় দেবগণের ছবি সিঙ্ঘম এগেইন বক্সঅফিসে ব্যবসা করেছিল ২৪৭.৮৬ কোটি। আমিরের সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’ বক্স অফিসে ব্যবসা করেছিল ২৬৪ কোটি টাকা। সমস্ত রেকর্ড ভেঙেছে ‘সাইয়ারা’। এখানেই শেষ নয় একইসঙ্গে এই ছবি প্রায় ছুঁয়ে ফেলেছে ‘কবীর সিং’-এর সাফল্যকে। যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’ ১৮ই জুলাই মুক্তি পেয়েছে বড়পর্দায়। ছবি মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পাচ্ছে।’সাইয়ারা’ ছবির কেন্দ্রে রয়েছে গায়ক কৃষ কাপুর (আহান) এবং নরম স্বভাবের সাংবাদিক বাণী বাত্রা (অনীত)-র ভালবাসার গল্প।