আমুদরিয়া নিউজ: দিওয়ালি বোনাস পাননি। ক্ষুব্ধ টোল প্লাজা কর্মীরা খুলে দিলেন আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোল প্লাজা। ফলে হাজার হাজার গাড়ি বিনা টোল ফি-তেই এক্সপ্রেসওয়ে পার হয়ে যায়। এক বেসরকারি কোম্পানির সংস্থার ২১ জনের দায়িত্বে ছিল ফতেহাবাদ টোল প্লাজ়াটি। অভিযোগ, এ বছর তাঁরা দীপাবলিতে বোনাস পাননি! কেন বোনাস দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলে প্রতিবাদ শুরু করেন কর্মীরা। সিদ্ধান্ত নেন, কাজ করবেন না। খুলে দেওয়া হয় ফতেহাবাদ টোল প্লাজ়ার সব গেটই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক হয়। শেষ পর্যন্ত কোম্পানি কর্মীদের দাবিপূরণের আশ্বাস দিলে কাজে ফেরেন কর্মীরা। সূত্রের খবর, ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে কেন্দ্রের।