আমুদরিয়া নিউজ: মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ডে ফের মৃত্যু এক প্রসূতির। মৃতা নাসরিন খাতুন কলকাতার এসএসকেএম হাসপাতালে টিচিৎসাধীন ছিলেন। রবিবার মৃত্যু হয় তাঁর। চলতি বছরের জানুয়ারিতে, মেদিনীপুর মেডিক্যালে পাঁচ প্রসূতি সন্তানের জন্ম দেন। তাঁরা হলেন রেখা সাউ, মামণি রুইদাস, মাম্পি সিং, মিনারা বিবি এবং নাসরিন খাতুন। নাসরিনই ছিলেন সর্বকনিষ্ঠ।
অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। সন্তান জন্ম দেওয়ার পরপরই মৃত্যু হয় মামণির। বাকি চারজনের মধ্যে একমাত্র রেখা ওই হাসপাতালে থেকে সুস্থ হয়ে ওঠেন। মাম্পি, মিনারা এবং নাসরিনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। টানা চিকিৎসায় মাম্পি, মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একটানা প্রায় চারমাস হাসপাতালেই ছিলেন নাসরিন। মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কিডনি ক্ষতিগ্রস্ত হয় নাসরিনের। তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। শেষে রবিবার মৃত্যু নাসরিনের। ঘটনাটি মর্মান্তিক বলে ডানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী।