আমুদরিয়া নিউজ: ভারতের পথে হেঁটেই এ বার পাকিস্তানকে ‘জলে জব্দ’ করতে চাইছে আফগানিস্তানের তালিবান সরকার। তালিবানরা জানিয়ে দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব কুনার নদীর উপরে বাঁধ তৈরি করবে তারা। তাঁদের সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশ মেনেই যত দ্রুত সম্ভব এই বাঁধ তৈরির কাজ শুরু হবে। ফলে আফগানিস্তান থেকে পাকিস্তানমুখী ওই নদীর প্রবাহ থেকে বঞ্চিত হবে ইসলামাবাদ। ৪৮০ কিলোমিটার দীর্ঘ কুনার নদীটি উত্তর-পূর্ব আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। কুনার নদী নাঙ্গারহার প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রবেশ করেছে, যেখানে এটি জালালাবাদ শহরের কাছে কাবুল নদীর সঙ্গে মিলিত হয়। পাকিস্তানে কুনারকে চিত্রাল নদী বলা হয়। খাইবার পখতুনখোয়ার মতো এলাকায় সেচ, জলের চাহিদা মেটাতে এই নদীকেই ব্যবহার করে প্রশাসন। যদি আফগানিস্তান বাঁধ তৈরি করে সেই জল সরবরাহে বাধা দেয়, তাহল তীব্র জলকষ্টে পড়তে পারে পাকিস্তান।