আমুদরিয়া নিউজ: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রবিবার রাত ১টা নাগাদ (স্থানীয় সময়) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ভূমিকম্পে উত্তর সামাঙ্গান প্রদেশে ৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫০ জন আহত হয়েছেন। ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস’ (জিএফজ়েদ)-এর তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের পশ্চিম-দক্ষিণ পশ্চিম অংশে খুল্ম থেকে ২২ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার নীচে এই কম্পের উৎসস্থল। গত ১৭ অক্টোবর ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। সেপ্টেম্বরেও একের পর এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছিল দু’হাজারেরও বেশি মানুষের।