আমুদরিয়া নিউজ: ছ’দিনের সফরে ভারতে পা রাখলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। বৃহস্পতিবার সকালে মুত্তাকি দিল্লিতে পৌঁছোনোর পর আফগান বিদেশমন্ত্রীকে ভারতে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল লেখেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য আমরা মুখিয়ে রয়েছি।’ এই সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠকে বসবেন মুত্তাকি। পাশাপাশি তাজমহল এবং উত্তরপ্রদেশের ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে তার। ২০২১-এ আফগানিস্তানে ক্ষমতায় আসার পরে এই প্রথম ভারত সফরে এলেন কোনও শীর্ষ তালিবান নেতা।
