আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশের বুলন্দশহরে মাত্র ১৭ বছর বয়সেই এক স্কুলছাত্র তৈরি করলেন এআই-চালিত শিক্ষিকা রোবট। নাম তার সোফি। পরীক্ষা করার জন্য সোফিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হলে, সে সেকেন্ডের মধ্যে উত্তর দিতে সক্ষম হয়। দ্বাদশ শ্রেণির পড়ুয়া আদিত্য কুমার জানান, “এখন সে শুধু কথা বলতে পারে, কিন্তু শীঘ্রই সমস্ত বিষয়ে লিখতেও সক্ষম হবে।”
আদিত্য তার স্কুলেই রোবটটি রাখেছেন। রোবটটি তৈরির জন্য তিনি এলএলএম চিপসেট ব্যবহার করেছেন। বড় বড় কোম্পানিগুলিও রোবট বানাতে একই প্রযুক্তি ব্যবহার করে। আদিত্যর এই কীর্তিতে তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মুগ্ধ এবং গর্বিত।