আমুদরিয়া নিউজ: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শেহনাজ গিল৷ এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকার অনুরাগীরা৷ জানা যাচ্ছে রক্তচাপ অনেকটা নেমে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সে কারণেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শেহনাজের সঙ্গে হাসপাতালে দেখা করতে পৌঁছোন ‘বিগবস্ ১৮’ বিজেতা কর্ণবীর মেহতা। তিনিই শেহনাজের সঙ্গে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন শেহনাজ়। দুই হাতে রয়েছে আইভি ড্রিপ। ২০১৯ সালে বিগ বস-এর সুবাদে জনপ্রিয়তা পান শেহনাজ। কিছুদিন আগেই কলকাতায় একটি পাঞ্জাবির ছবির শুটিং শেষ করে গিয়েছেন তিনি। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।