আমুদরিয়া নিউজ : দক্ষিণের জনপ্রিয় চিত্রতারকা সামান্থা প্রভু ও নাগা চৈতন্যের বিয়ে ভেঙেছে তিন বছর আগে। সম্প্রতি নাগা দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। সামান্থা অবশ্য একাই থাকেন। নাগা ও সামান্থার মিউচুয়াল ডিভোর্স হয়েছিল সেটা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিই জানে।
অথচ তার মধ্যে রাজনীতি টেনে এনে হইচই বাঁধিয়ে দিয়েছেন তেলেঙ্গনার পরিবেশ ও বনমন্ত্রী কোনডা সুরেখা। তিনি এক রাজনৈতিক সমাবেশে প্রাক্তন মন্ত্রী কেটি রামা রাওয়ের সমালোচনা করতে গিয়ে এক সময় বলে ফেলেন, তাঁর জন্যই নাগা-সামান্থার ডিভোর্স হয়।
কোনডা সুরেখা অভিযোগ করেন, আগের মন্ত্রী টেলিফোনে আড়ি পেতে নায়িকাদের গোপন কথাবার্তা শুনতেন, রেকর্ড করাতেন। তার পরে নায়িকাদের ব্ল্যাকমেল করতেন। কয়েকজন তো নেশার রাস্তায় যেতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ তাঁর। সরাসরি না বললেও নাগা-সামান্থার বিয়ে ভাঙার আড়ালেও গোপন কল রেকর্ড থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এটাও বলেছেন কোনডা সুরেখা যে এ সবই সামান্থা জানেন, তাঁর বাড়ির লোকজন জানেন, নাগাও জানেন।
২০১৭ সালে নাগা-সামান্থার বিয়ে হয়। ২০২১ সালে বিচ্ছেদ হয় দুজনের। এতদিন পরে এক মন্ত্রী বিষয়টি নিয়ে এভাবে কটাক্ষ ও অভিযোগ সামনে আনায় সোশাল মিডিয়ায় ঝড় চলছে। সকলেই কোনডা সুরেখার তীব্র সমালোচনা করেছেন। সামান্থা ইনস্টাগ্রামে পোস্টে বলেছেন, তার ব্যক্তিগত জীবনকে যেন রাজনীতির আঙিনায় টানা না হয়। তিনি লিখেছেন, তাঁর বিবাহবিচ্ছেদের ঘটনা অত্যন্ত ব্যক্তিগত। তা নিয়ে কোনও মন্তব্য করা বিরত থাকতে হবে। তিনি এটাও জানান, তাঁদের বিচ্ছেদ ছিল দুজনের আলোচনার ফসল। তার মধ্যে রাজনীতি নেই। সামান্থা কোনডা সুরেখাকে দায়িত্বশীল পদে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। কেটি রামা রাও সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি কোন্ডা সুরেখাকে মানহানির নোটিশ পাঠিয়েছেন।