আমুদরিয়া ডেস্ক: হাঁটুর চোট সারাতে টানা ১৫ দিন বিয়ারের মতো মূত্রপান করেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করেন অভিনেতা পরেশ রাওয়াল। তিনি জানান, ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালীন হাঁটুতে চোট পান। আঘাত এতটা গুরুতর ছিল যে, তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরেশ ভেবেছিলেন, তাঁর কেরিয়ার শেষ। কিন্তু তখনই যেন এই অভিনব বুদ্ধি নিয়ে হাজির হন বীরু দেবগন।
তিনি পরেশকে পরামর্শ দেন দ্রুত সুস্থ হয়ে উঠতে গেলে পান করতে হবে নিজের মূত্র। এরপর টানা ১৫ দিন নাকি পরেশ বিয়ারের মতো চুমুক দিয়ে নিজের মূত্রপান করেছিলেন। এরফলে দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন বলেও দাবি করেছেন তিনি। এই প্রসঙ্গে পরেশ বলেন,‘এক্স রে রিপোর্ট যখন এল ডাক্তারও অবাক। সাধারণত ওই চোট সারতে অন্তত দুই থেকে আড়াই মাস লাগার কথা। তবে আমি দেড় মাসেই সেরে উঠি।’
এদিকে পরেশ রাওয়ালের মন্তব্য নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এভাবে যে সেরে ওঠা সম্ভব, তা মানতে নারাজ চিকিৎসকরা।বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও মূত্র পান স্বাস্থ্যের জন্য উপকারী নয়। বরং, এর ফলে নানা ধরণের সংক্রমণ এবং অন্যান্য রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। কারণ মূত্রকে সাধারণত শরীর থেকে বের হওয়া বর্জ্য বলে মনে করা হয়। এতে ইউরিয়া, টক্সিন এবং অন্যান্য নোংরা উপাদান থাকে।