আমুদরিয়া নিউজ: মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব। শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে।
ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই কাজ করেছেন মুকুল। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। সলমন খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে অভিনয় করে মুকুল আলাদা করে নজর কেড়েছিলেন দর্শকদের। হিন্দি ছাড়াও মালয়ালি, গুজরাটি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি ছবিতেও কাজ করেছেন তিনি। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তার মধ্যে অন্যতম জিৎ-এর ‘আওয়ারা’। টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। মুকুল দেবের ভাই রাহুল দেবও একজন অভিনেতা। অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া মায়ানগরীতে।