আমুদরিয়া নিউজ: বিহারে স্থায়ী বসবাসকারীর শংসাপত্র (রেসিডেন্সিয়াল সার্টিফিকেট) জারি হয়েছে কুকুরের নামে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে কুকুরের ছবি সম্বলিত ওই শংসাপত্রের ছবি। শংসাপত্রে রয়েছে ‘ডগ বাবু’র পিতামাতার নাম-ঠিকানাও। এমনকি রয়েছে বিহার সরকারের সিলমোহরও। বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) করছে জাতীয় নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে, তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত ১১টি নথির ভিত্তিতে। ঘটনাচক্রে, এই ১১টি নথির মধ্যে রয়েছে রেসিডেন্স সার্টিফিকেটও। সেই শংসাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। এদিন সেই প্রসঙ্গে টেনেই জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ শানান অভিষেক। বলেন, “সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসআইআরের ক্ষেত্রে কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করেছে যাতে ভোটলুট করে বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়া যায়। এই ঘটনা দিনের আলোর মতো পরিষ্কার।”
