আমুদরিয়া নিউজ: মঙ্গলবার দুপুরে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে সেখানে পৌঁছে প্রথমে মন্দিরে কিছুটা সময় কাটান অভিষেক। এরপর মন্দিরের পাশেই মণ্ডপে থাকা বড়মার মূর্তির সামনে একেবারে নিচে বসে পুজো দিতে দেখা যায় তাকে। সারেন মায়ের আরতিও। এদিন অভিষেকের সঙ্গে ছিলেন বারাকপুরের তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। অভিষেকের হাতে ছোট আকারের একটি বড়মা কালীর মূর্তি স্মারক হিসেবে তুলে দেওয়া হয় মন্দির কমিটির তরফে।