আমুদরিয়া নিউজ: সম্প্রতি ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এবার সেই একই দাবি নিয়ে দিল্লি উচ্চ আদালতে গেলেন অভিষেক বচ্চনও। যে কোনও ওয়েবসাইট বা যে কোনও মঞ্চ যেন তাঁর ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, এই আর্জি অভিষেকের। তাঁর ছবি ও ভাবমূর্তি যেখানে-সেখানে ব্যবহৃত হয়েছে। অনেক সময়ে ছবি ও ভিডিয়ো যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হয়, যে কারণে বিরক্ত অভিষেক। বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন করেছেন অভিষেক। অভিনেতার মুখ ব্যবহার করে তারা বেশ কিছু পণ্য বিক্রি করছে বলে দাবি। বৃহস্পতিবার শুনানি।