আমুদরিয়া নিউজ : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার একটি সীমান্তবর্তী গ্রামের মাঠ থেকে সোমবার পুলিশ একটি পরিত্যক্ত ড্রোন উদ্ধার করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, আজ বিকেলে মেন্ধর সেক্টরের গোহলেদ গ্রামের একটি মাঠে একটি ড্রোন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পায় জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)। তাৎক্ষণিকভাবে একটি পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং ড্রোনটি উদ্ধার করা হয়। ড্রোনটির মালিককে শনাক্ত করার জন্য তদন্ত চলছে।