আমুদরিয়া নিউজ: আইপিএলের আগামী মরশুমের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে চান। ইঙ্গিত দিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং কোচ বা মেন্টর হিসেবে তাঁর প্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(আরসিবি) সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে এবি জানান, ভবিষ্যতে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন ভূমিকায় ফিরে আসতে পারেন। যদিও পেশাদার হিসেবে গোটা মরশুমে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে ফ্র্যাঞ্চাইজি চাইলে তিনি কোচ বা মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত হতে রাজি। ২০১১ থেকে ২০২১ এই সময়কালে আরসিবি-র জার্সিতে ১৫৭টি ম্যাচে ২টি শতরান ও ৩৭টি হাফ সেঞ্চুরি সহ ৪,৫২২ রান করেছেন তিনি। ২০২২ সালে ক্রিস গেইলের সঙ্গে আরসিবি’র হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল ডিভিলিয়ার্সকে।