আমুদরিয়া নিউজ: আধার নাগরিকত্বের প্রমাণ নয়! বিহারের ভোটার তালিকা সংশোধনের মামলায় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, আধার কার্ড কেবলই পরিচয়পত্র। সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে। অর্থাৎ কমিশনের সঙ্গে সহমত হল সুপ্রিম কোর্টও। বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন (এসআইআর)-কে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। শুনানিতে বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, “নির্বাচন কমিশনই ঠিক। আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন পড়ে।” আইনজীবী কপিল সিব্বল আদালতে জানতে চান, আবেদন করার জন্য কমিশন যে নথিগুলির কথা বলছে, যদি তা কারও কাছে না থাকে, তবে তিনি কী ভাবে আবেদন করবেন? যদিও বিচারপতি কান্ত বলেন, “নাগরিকত্বের জন্য কোনও একটি নথি অবশ্যই থাকতে হবে। প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে। একটি সিমকার্ড কিনতে গেলেও নথি দিতে হয়।”