আমুদরিয়া নিউজ : নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করায় ঘুরেফিরে উপহার পেলেন সেই সময়ই। পাঞ্জাবের জিকারপুরে ৯ একর জমিতে রাজকীয় প্যালেস তৈরির দায়িত্ব পান ঠিকাদার রাজেন্দ্র সিংহ রূপরা। ২০০ শ্রমিককে কাজে লাগিয়ে ডেডলাইনের আগেই কাজ সেরে ফেলেন তিনি। ফলে একইসাথে অবাক ও খুশি হয়ে প্রায় ১ কোটি টাকার ১৮ ক্যারেট সোনার রোলেক্স ঘড়ি রাজেন্দ্রর হাতে তুলে দেন ব্যবসায়ী গুরদীপ দেব বাথ।