আমুদরিয়া নিউজ : জেড্ডা থেকে কেরালার কোঝিকোডগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে উড়ানের সময় টায়ার সংক্রান্ত সমস্যা দেখা দেয়। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিমানে প্রায় ১৬০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। অবতরণের সময় বিমানের ল্যান্ডিং গিয়ারের টায়ার ফেটে যায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বিমানবন্দরে আগেই দমকল ও জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও যাত্রী বা ক্রু আহত হননি। সবাইকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। পরে প্রযুক্তিগত দল বিমানের পরীক্ষা শুরু করে। বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তাই ছিল তাদের প্রধান অগ্রাধিকার। ঘটনার পর যাত্রীদের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।