আমুদরিয়া নিউজ : বুধবার ভোরে মর্শিদাবাদের ফারাক্কা ব্যারাজের সেতুর উপরে আচমকা একটি চলন্ত গাড়ি আগুন ধরে যায়। গাড়ির আরোহীরা নেমে দ্রুত সরে পড়েন। দাউদাউ করে গাড়িটি জ্বলতে দেখে আতঙখ্ক ছড়িয়ে পড়ে। সব যানবাহন থেমে যায়। সি আই এস এফের জওয়ানরা গিয়ে আগুন আয়ত্বে আনেন। গাড়িটি মালদহ থেকে জঙ্গিপুর যাচ্ছিল।
 
					 
			 
		 
		 
		 
		