আমুদরিয়া নিউজ : বিকৃত মানসিকতার এক পরিচারিকা দিনের পর দিন মূত্র মিশিয়ে খাবার তৈরি করে এক ব্যবযায়ীর পরিবারের সকলকে খাওয়াত। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা। তাতে পরিবারের লোকেরা ঘনঘন অসুস্থ হচ্ছিলেন। নানা সংক্রমণ হচ্ছিল। কিছুতেই সারছিল না।
খাবার থেকে সংক্রমণ হচ্ছে জানতে পারার পরে পরিবারের কর্তা যিনি একজন প্রোমোটার, তিনি রান্নাঘরে দোপনে সিসি ক্যামেরা বসিয়ে রাখেন। তখনই যা দেখেন তাতে সকলে শিউরে ওঠেন। ক্যামেরায় দেখতে পান, পরিচারিকাটি বাড়ির কেউ যখন রান্নাঘরে থাকে না, সে সময়ে মূত্র একটি পাত্রে সংগ্রহ করে তা খাবারে মিশিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন পুলিশকে জানান। পুলিশ গিয়ে পরিচারিকাকে গ্রেফতার করেছে।