আমুদরিয়া নিউজ : রাস্তা তৈরির কাজে শতাধিক কোটি টাকার দুর্নীতির খবর করার জন্য যে সাংবাদিকের বুক চিরে হার্ট উপড়ে ফেলা হযেছিল বলে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনার কথা সামনে এসেছে দেহের ময়নাতদন্তের পরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, একা কেউ তাঁকে খুন করেনি। যেভাবে মারা হয়েছে তা ভয়ঙ্কর। পাঁজরের হাড় ভেঙে হাঁট তুলে ফেলা হয়েছে। লিভার টুকরো করে পেলা হয়েছে। মাতায় অন্তত ১৫টি আঘাত রয়েছে. মাথার ৮টি হাড় ভেঙেছে।
গত ৩ জানুয়ারি ছত্তিশগড়ের বস্তারে এক ঠিকাদার সুরেশ চন্দ্রকরের বাড়ির একটি ট্যাঙ্ক থেকে মুকেশ নামে সাংবাদিকের দেহ উদ্ধার হয়। তিনি ১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে ঠিকাদার সুরেশের বিরুদ্ধে। তা নিয়ে লাগাতার খবর করেছিলেন মুকেশ। তাই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় ঠিকাদার সহ ৪ জন গ্রেফতার হয়েছে। স্থানীয় একটি সংবাদ চ্যানেলে কাজ করতেন মুকেশ।