আমুদরিয়া নিউজ : বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা এলাকায় গণপিটুনিতে মৃত্যু হল এক হিন্দু যুবকের। মৃতের নাম দীপু দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। সেই ঘটনার পরই সন্দেহের বশে দীপু দাসকে আটক করে একদল উত্তেজিত মানুষ। অভিযোগ, কোনও রকম যাচাই ছাড়াই তাকে মারধর শুরু করা হয়।
ক্রমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দীপু দাসকে বেধড়ক পেটানোর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর। পরে দেহটিকে গাছে বেঁধে আগুনে পোড়ানো হয় এবং মহাসড়কে টেনে নিয়ে গিয়ে আবার আগুন ধরানো হয়। ঘটনাস্থল থেকে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।