আমুদরিয়া নিউজ : ফের বাংলাদেশে অশান্তির জেরে মৃত্যু। লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ এলাকায় এক বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মৃত্যু হল সাত বছরের এক নাবালিকা শিশুর। অভিযোগ, শনিবার গভীর রাতে একদল দুষ্কৃতী ওই বিএনপি নেতার বাড়িতে হামলা চালায়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পরিবারের দাবি। ঘুমের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় পরিবারের আরও কয়েকজন গুরুতরভাবে আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে বাড়ির বড় অংশ পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছায়।