আমুদরিয়া নিউজ: উত্তর জিম্বাবুয়ের এক কিশোর বেঁচে ফিরল ৫ দিন যাবৎ সিংহে ভর্তি পার্কে টিকে থাকার পর। শুনে অবাক লাগলেও ঘটনাটি সত্যি সাত বছর বয়সী এই কিশোর নিজের অজান্তে বাড়ি থেকে প্রায় ২৩ কিলোমিটার এসে এই পার্কে ঢুকে পরে। এরপর সে পাঁচ দিন যাবৎ সিংহ ও হাতিতে ভরা এই জায়গায় ছিল। ঘুমাতো পাথরের ওপর আর খেতো জংলি ফল। পাঁচ দিন পর তাকে উদ্ধার করা হয় সম্পূর্ণ সুস্থ অবস্থায়। এই ব্যাপারটি সত্যিই এক মিরাকেল।
