আমুদরিয়া নিউজ : নভেম্বর মাসে চিনের একটি প্রাথমিক স্কুলের সামনে পড়ুয়ারা সকালে দাঁড়িয়েছিল। সে সময়ে একজন চালক বেপরোয়াভাবে তাদের উপরে গাড়ি চালিয়ে দেয়। ২৪ জ জখম হয়। তার পরে চালক গাড়ি থেকে নামলে জনতা ধরতে যায়। সে তখন অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এক মাসের মধ্যে মামলার চূড়ান্ত রায় দিয়েছে সে দেশের আদালত।
চিনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, হুয়াং ওয়েন নামে ওই চালককে হুনান প্রদেশের চাংদে শহরের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। তবে দু বছর তাকে জেলে রাখা হবে। এই দুবছরে তার আচরণ পাল্টালে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন হতে পারে। হুয়াং শেয়ার বাজারে বিপুল ক্ষতির মুখে পড়ে হতাশায় এ কাজ করেছিল বলে তদন্তে জানা গিয়েছে।
 
					 
			 
		 
		 
		 
		