সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: শুক্রবার সন্ধ্যার পর ফের শনিবার সন্ধ্যায় স্থানীয়দের অভিযান মাদক কারবারির বাড়িতে। ঘটনা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত অসম বাংলা সীমানার পাখড়িগুড়ি গ্রামের। উল্লেখ্য গ্রামের নাবালক ছেলেদের ও তরুনদের কাছে মাদক বিক্রি বা হেরোইন জাতীয় সামগ্রী বিক্রি করার কারবার ফেঁদেছে গ্রামের যুবক প্রসেঞ্জিত সরকার ওরফে পুচকু। সে প্রথমে বিনা পয়সায় মাদক দিতো নাবালকদের ও তার ধোঁয়া টেনে নেশার কৌশল শিখিয়ে দিয়ে তাদের মাদকাসক্ত করে তুলতো বলে অভিযোগ গ্রামবাসীদের। মাদকাসক্ত হয়ে পড়ার পর প্রসেঞ্জিত এর থেকে তারা মাদক কিনে নেশা করা শুরু করে। স্থানীয়রা জানান এক পুরিয়া আটশো টাকা করে বিক্রি করতো প্রসেঞ্জিত। সে তার কারবার পার্শ্ববর্তী রাজ্য অসমেও ছড়িয়ে দেয়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রামের দশজন নাবালককে নেশা ছাড়ানোর জন্য শিলিগুড়িতে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করতে হয়েছে। কয়েকমাস আগে মাদকাসক্ত হয়ে এক নাবালকের মৃত্যু হয়।
মাদক বিক্রি বন্ধ করার কথা বললেই প্রসেঞ্জিত ও তার সাগরেদরা তাদের হুমকি দিতো বলে জানান গ্রামবাসীরা। শুক্রবার সন্ধ্যায় গ্রামের মহিলারা লাঠিসোটা নিয়ে অভিযান চালান। প্রসেঞ্জিত তা টের পেয়ে পালিয়ে যায়। শনিবার সন্ধ্যায় গ্রামের পুরুষ মহিলা সকলে মিলে ফের প্রসেঞ্জিত এর সন্ধানে তার বাড়ি গিয়ে প্রসেঞ্জিতকে না পেয়ে বাড়ির লোকজনকে মারধর করে। আগের দিনের ভাংচুর করা চার চাকার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। প্রসেঞ্জিতের ঘর থেকে একটি পিস্তল সহ অন্যান্য অস্ত্র ও মাদক জাতীয় সামগ্রীর শিশি উদ্ধার করে। তারা দাবি জানাতে থাকে প্রসেঞ্জিত কে চাই। খবর পেয়ে বারোবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার করা পিস্তল, অস্ত্র ও মাদকের শিশিগুলো পুলিশ