আমুদরিয়া নিউজ : বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে গত ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ সরকার পালিয়ে গিয়েছেন। সিরিয়ায় পাঁচ দশকেরও বেশি সময়ের পারিবারিক শাসনের অবসান হয়েছে। নতুন অন্তর্বর্তী সরকারের নারীবিষয়ক মন্ত্রী হয়ছেন আয়শা আল-ডিবস। তিনি বলেছেন, এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ জর্জরিত দেশটি পুনর্গঠন হবেই। তাতে নারীদের বেশি অবদান রাখতে হবে।
সিরিয়ায় নতুন প্রশাসনে নিযুক্ত প্রথম নারী তিনি। মানবাধিকার কর্মী হিসেবে তিনি পরিচিত। প্রতিবেশী তুরস্কের একটি সিরীয় শরণার্থী শিবিরেও তিনি কাজ করেছেন। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার জেলগুলো থেকে বিরোধী যোদ্ধারা মুক্ত হন। ধারণা করা হয়, বিনা বিচারে হাজার হাজার মানুষকে বাশার আল-আসাদের শাসনামলে কারাগারগুলোয় বন্দী রাখা হয়েছিল। নারী বন্দীদের মুক্তি ও তাঁদের কল্যাণের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হবে বলে জানান আয়শা আল-ডিবস। সেই সঙ্গে তিনি জানান, কারাগারগুলোয় বন্দি নির্যাতনের জড়িত কারা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে।